স্বপ্নের উঁচু চূড়ায় দাঁড়িয়ে মনে হয়—
আমি বাস্তবতাকে পদতলে রেখেছি,
এই আক্ষরিক সত্যের কাছে নেই কোনো যুক্তি।
শিহরিত নির্জনতায় বুকের ভেতর
ঘুড়ির কাটার শব্দের মতো টনটন করে।

হঠাৎ, কালো মেঘ ঢেকে দেয় উত্তপ্ত সূর্য,
একটি অস্পষ্ট ছায়া নামে পৃথিবীতে।
আদিগন্ত প্রান্তরে ভেসে যায় শীতল হাওয়া,
অরণ্যে ফুটে না কোনো স্নিগ্ধ নবপল্লব,
নিঃশব্দ পায়ে হেঁটে যায় চশমা-পড়া বানর।

এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকা—
এর কোনো অর্থ নেই।
অন্তহীন নদীর স্রোতে ভেসে যায়
কচুরিপানার মতো স্বপ্নগুলো।
গভীর রাতে ঝিঁঝিঁপোকা দাবী করে
প্রকৃতির প্রতিনিধিত্ব।
সব দৃশ্যই যেন এমন নিরপেক্ষ!

স্বপ্নের উঁচু চূড়ায় দাঁড়িয়ে,
বাস্তবতাকে পদতলে রেখে,
আমার হৃদয়ের গভীর থেকে উঠে আসে
একটি বিষণ্ণ, ক্লান্ত দীর্ঘ নিঃশ্বাস।