আমি ছুটে চলেছি মরুভুমির মরিচীকার পেছনে,
দিগন্তে দেখা যায় জল, কিন্তু ছুঁতে গেলে মাটি শুষে নেয় পদচিহ্ন।
পায়ের নিচে বালির ধ্বংসস্তূপ,
হাত বাড়ালেই গলে যায় স্বপ্নের বিভ্রম।
রৌদ্রের আগুনে পুড়ে যায় কল্পনার কুয়াশা,
তবুও পিপাসার উন্মাদনায় দৌড়াই অনন্ত প্রান্তরে।
আমি জানি, ওখানে কিছু নেই, শুধু শূন্যতা,
তবু হৃদয় বোঝে না, প্রতারিত হয় বারবার।
হয়তো এ ছুটে চলার কোনো শেষ নেই,
হয়তো মরিচীকা সত্যেরই আরেক নাম।
যদি ছুটতে ছুটতে একদিন হারিয়ে যাই,
তবে কি আমাকে খুঁজবে ওই মরুভূমির বাতাস?