একুশ তুমি, রক্তে রাঙানো
লক্ষ শহিদের অমর গান,
একটি গোলাপ, ব্যথার অশ্রু,
স্বাধীন ভাষার অগ্নিবাণ।

একুশ তুমি, শিশুর কণ্ঠে
মায়ের ভাষার প্রথম বুলি,
নিঃস্ব বোনের কান্না বয়ে
যাও তুমি শোকে ঝরা ফুলি।

একুশ তুমি, মায়ের বুকে
অধরা স্বপ্ন, হারানো প্রাণ,
ফোঁটা ফোঁটা অশ্রু ঝরিয়ে
জ্বালিয়ে রাখো দীপ্তি-দান।

একুশ তুমি, মাটির বুকে
গৌরবময় শপথ লেখা,
স্বাধীন ভাষার আলোকশিখা,
বিজয়ীর প্রাণ, জাগ্রত দেখা।

একুশ তুমি, বাঙালির রক্তে
স্বাভিমানের অগ্নিস্রোত,
সারা বিশ্বে ছড়িয়ে দিল
বাংলা ভাষার গৌরব-জ্যোত।