পৃথিবীর বাধা—এই দেহের ব্যাঘাতে,
স্বপ্নেরা থেমে যায় অন্ধকার রাতে।
হৃদয়ের গহীনে জমে থাকে ব্যথা,
বাতাসে মিশে যায় অশ্রুর কথা।

আমি কি পারি না হতে অসীম?
শূন্যতার মাঝে এক ভাসমান রঙিন,
যেখানে নেই সময়ের শৃঙ্খল,
নেই শরীরের ক্লান্তি, দুঃখের দল।

আমি চাই
আমারে তুলিয়া দিতে চাই—
আলো-ছায়ার মিলন যেখানে,
সময়ের ওপারে শূন্য এক ঠিকানায়।

যে সব ছায়া এসে নামে,
দিনের-রাতের ঢেউয়ে যাদের প্রাণ থামে,
তাদের তরে রেখে যেতে চাই আমি,
একটি আলো, একটি গান, একটুকু ভূমি।

আকাশের বাঁকে যে মেঘেরা ঘুমায়,
তাদের সাথে মিশে যেতে মন চায়।
সমুদ্রের গর্জনে যে সুর বাজে,
তাতে হারিয়ে যেতে প্রাণের সাজে।

আমি কি শুধু দেহেরই যাত্রী?
নাকি আছি অদেখা পথে রাত্রি?
স্বপ্নের হাতে রাখি আমার নাম,
তারাই হয়তো জানে আমার ঠিকানার সঙ্গীত-গ্রাম।

যেখানে রাত নীলাভ রূপকথা,
যেখানে বাতাসে মিশে যায় ব্যথা,
যেখানে ছায়ারা বুনে এক গল্প,
সেখানে যাবো, হারাবো নিঃশব্দে অপলক।

এই দেহ ফুরাবে, সময়ও থামবে,
তবু এক কণিকা থেকে যাবে, জানবে,
যে আমি ছিলাম—একটি ছায়া,
একটি স্বপ্ন, এক অনন্ত মায়া।