তোমায় নিয়ে স্বপ্ন দেখা
হয়তো বছর দেড়শ আগে
তোমার জন্য গল্প লেখা
সেও নাহয় বছর শত
মাঝে মধ্যেই অভিসারে যায়
সর্বনেশে ভাবনা যত!
ভাবনা গুলো ভাসতে ভাসতে
ঘাটের গায়ের শ্যাওলা মাখে
ঘাটের জলের কচুরিপানায়
পদ্ম ফোটার স্বপ্ন দেখে!
স্বপ্ন বড় মিথ্যাবাদী
হঠাৎ করেই মিলায় স্রোতে
আমি আর কি করি বল
পেরিয়ে আসি কোন মতে
আরও নাহয় বছর কয়েক
তোমার জন্য কবিতা লেখা
ডায়েরি পাতা... মনের পাতা
বই'র পাতা সব কিছুতেই
হিজি বিজি আঁকা-আঁকি......
আঙুল জুড়ে রঙের খেলা
তোমার জন্য লেখা আমার
সকাল বিকেল রাত্রিবেলা......
আঙুল জুড়ে রঙের মেলা
ঘাটের জলে, কচুরি পানায়
ঘর-দোরে বা তেপান্তরে
আমার হাতের রঙ ছুঁয়ে যায়
এ প্রান্তরে ও প্রান্তরে......
তোমার জন্য রাত্রি রাখা
তোমার জন্য প্রথম আলো
তোমার জন্য জ্যোৎস্না মেখেছি আবারররররররর......
তোমার জন্য সাদায় কালো
ভাবনা আমার জাগছে যেন !!
ভাবনা আমার জাগছে আবার
ডাকছে আমায় নিবিড় করে
ঠিক তখনই সূর্য ওঠে
সূর্য ওঠে আমার ঘরে
আমার মনে...আমার চুলে...
নখের কোনে... মনের ভুলে
ঠোঁটের ছাওয়ায়...পাগল হাওয়ায়
আমার জন্য সূর্য ওঠে
সূর্য আমার হাতের পাতায় !!!
অহনা (০৭.১২.২০১৫)