তোর জন্যই ধনুক ছিলায় আগুন লাগে
তোর জন্যই ফাগুন লাগে বনে
তোর জন্যই চাঁদের বুড়ি রাত্রি জাগে
সুজ্যিমামা হাসে মেঘের কোণে

তুই কাঁদলেই ঘাসের ওপর প্রথম শিশির
তুই নাচলেই ময়ূর পেখম মেলে
তুই হাসলেই মেঘের বুকে রামধনু হয়
ছিঁচকাঁদুনে খেলনা বাটি খেলে!

তুই লিখলেই ত্রস্ত থাকে গাছের পাতা
হাওয়া'রা সব চুপটি করে বসে
তুই চাইলেই দূর আকাশের ধূমকেতু টা
শান্ত হয়ে কেবল অঙ্ক কষে

তুই রাগলেই কালবোশেখীর নৃত্য থামে
ভয়ে অস্থির কাঁচের তেলের শিশি
চমকে দিয়ে হঠাৎ হেসে তখন বলিস
রাগতে পারি আমি আরও বেশি

১৮.০৮.২০১৫