তোমার জন্য কোমর জলে
দাঁড়িয়ে ভাবি এই ডুবেছি
তোমায় ভাবায় দিন বয়ে যায়
আজকে আমি বেশ বুঝেছি
ভিজছি নিজে একলা ঘরে
ভিজছি নানা কাজের ফাঁকে
তিস্তা,তোর্ষা,বিন্দু রা সব
আমার ভেজার সাক্ষী থাকে
কাঠফাটা রোদ বোশেখ দিনে
যেইনা ভাবি তোমায় মনে
কোথা থেকে ঝমঝমিয়ে
দু-এক পশলা বৃষ্টি নামে
বৃষ্টি নামে নন্দনে আর
বৃষ্টি নামে গড়ের মাঠে
বৃষ্টি নামে শপিং মলে
বৃষ্টি নামে রাস্তা ঘাটে
সবাই ভেজে নিজের মতন
ভেজা ছাতার সর্দি-কাশি
বৃষ্টি নামায় আমার মনে
তোমার ঠোঁটের গোপন হাসি ।
অহনা
২৭.০৭.১৫