ইট পাটকেল কংক্রিটে তেই
মন ভরেছে
ঝিলের ধারে আবর্জনায়
জ্যান্ত পলাশ !!

হঠাৎ করেই গাছের থেকে
যেই ঝরেছে
তৎক্ষণাৎ ই হুলুস্থুলু
তত্ত্ব-তলাশ !!

কেন পড়লি, কখন পড়লি
উটকো গেরো
জানিস না কি ফুল ফুটতেও
ট্যাক্সো লাগে !!

এক টানেতে ফেলবো ছুঁড়ে আস্তাকুরে
জন্মের ট্যাক্স দিসনি জমা
জন্মের আগে !!

হাসতে হাসতে পলাশ এখন
আস্তাকুরে
জীবন নিয়ে নানা দোটানায়
লাটাই ঘুড়ি !!

এই না দেখে মুচকি হাসে
চাঁদমামা তাই
তার ঘরেতে চরকা কাটে
চাঁদের বুড়ি!!

দিব্য বুড়ি চরকা কাটে
নিজের বশেই
বিনা পয়সায় ঘর সংসার
চাঁদের বুকে,

পলাশ কেও সে টি দিয়ে যায়
নিয়ম করেই
প্রতিটা দিন সন্ধ্যেবেলা
অনায়াসেই !!