জীবন চলো কিছুটা আস্তে হাঁটি
কিছু না-বলা কথা চল, আরও কিছুক্ষণ ভাবি
হাত ধরে নি তাদের ও কিছুক্ষণ
যারা হাত বাড়িয়ে এখনো অপেক্ষায়।
কিছু বসন্ত এখনো শীত ঘুমে
ডেকে তুলে বলি দেখো আমি এসে গেছি
সময় কোথায় শীত ঘুমে হারাবার
চল বরং কিছুটা হেঁটে আসি পাশাপাশি
নরম গালচে রোদ্দুর মাখা ওমে
নাহয় রেখো আমার বুকেতে মাথা
যে জীবন গুলো অনাহারে অবেলায় যায় ঝরে
তাদের জন্য তুমিই পরিত্রাতা
রাত্তির দিন মিশে হোক একাকার
তালে বা বে-তালে অবিরাম হোক গান
জীবনের বীজ তবু তুমি বুনে যাও
বীজতলা জুড়ে বাঁচবার জয়গান ......