আমার কাছে যেটা ছিল ভালবাসা
তোর কাছে হয়তো সেটাই ছিল আন্তক্ষরী
কিছু কাল শুধু চোখে মনে মনে খেলা
সময় গেলেই অন্য ডালেতে মুকুল
একটি কে ফেলে অন্য বৃন্ত ছিঁড়ি
আমার কাছে যেটা ছিল ভালবাসা
তোর কাছে হয়তো সেটাই ছিল আন্তক্ষরী
যখন তখন ইচ্ছে কামনা সুধা
অহেতুক সুখে অকারণ বাড়াবাড়ি
যখনই সাজানো নতুন মুকুলে গাছ
আবছায়া মাখা ইচ্ছেরা জড়াজড়ি
ভালবাসা ভেবে তোর ইচ্ছা আগুনে ঝাঁপ
তোর কাছে দেহ , কেবলই একটা নারী
আমার কাছে যেটা ছিল ভালবাসা
তোর কাছে হয়তো সেটাই ছিল আন্তক্ষরী