ছেলেবেলা
আমায় তুমি নাও না কেন তোমার ক্লাসে
বুক ছাপিয়ে আমার কেবল কান্না আসে
সকাল হলেই লাল ফিতে আর প্রেয়ার লাইন
৩ পিরিয়ড হলেই শেয়ার সবার টিফিন
তারপরেতে কয়েকটা ক্লাস আবার হলেই
হাতের মুঠোয় থাকতো ধরা আমার বিকেল
মমচিত্তে বীর পুরুষ আর ফুলে ফুলে
কখন যেন বিকেল আমার যেতই চলে
তারপরেতেই সন্ধ্যে হতেই পড়তে বসা
ভাল লাগতনা প্রতিদিন তবু অঙ্ককষা
তবু জানো
হোমওয়ার্ক আর বকুনি গুলোই ভাল ছিল
এখন আমার রোজ চুরি যায় বিকেল গুলো
ব্যস্ত কাজে কখনো বা অফিস পাড়ায়
হাঁটতে চলতে ভাবনা গুলো নিত্য হারায়
কখনো বা তলানি টুকু চায়ের কাপে
মুখ বাড়িয়ে আমার মনের অতল মাপে
কলম আমার যুক্তি সাজায় নিজের মতন
আমিও যেন মুক্তি খুঁজি সাদা পাতায়
একটা করে এমন ভাবেই দিন চলে যায়
তবুও করো আমার মনের রুমাল চুরি
বেঁচে থাক ছেলেবেলার স্বপ্ন নানা রঙের ফুলঝুরি