আমি কিভাবে অনল জ্বালাব হে সখা
কিভাবে রচিব শয্যা
আমি আপনার মাঝে পেয়েছি তোমারে
মরমে পশেছি লজ্জা
আমি আঁখিতে আঁখিতে রেখেছি তোমারে
ফুলসেজ গড়ি চকিতে
তবু যতবার তুমি মিলিয়েছ আঁখি
বিহ্বলতা যত কি দিয়ে যে ঢাকি
বক্ষ শোনিতে মিলেছি তবুও
জানাতে পারিনি সে বারতা
আমি কিভাবে তোমায় বোঝাই আজিকে
কেমনে জানাই হে পান্থ
আমি তোমা পদমূলে রেখেছি আমারে
সঁপেছি আদি ও অন্ত!!
আমার সঁপেছি আদি অনন্ত .........