যখন তুমি প্রথম এলোমেলো
ব্যস্ততা ছুঁয়ে তোমায় গুছিয়ে রাখা
হারানো কথার ভ্রান্তি রা আগছাল
তোমার দু ঠোঁটে সুর খোঁজে নীরবতা
নীরবতা ভেঙ্গে শব্দরা নেমে আসে
ডাকা ডাকি শুরু চেনা চেনা সংলাপে
দুরু দুরু বুকে দিয়েছি যে সারা আমি
রেখেছি যে হাত আবছা ছায়ার হাতে!
আলো শেষ হলে মিশে গেছে ছায়াপথে
বন্ধন যত ছায়ার আখরে লেখা
তবুও কেন যে মুক্তি পায়নি মন
অবসরে আজও ছায়াপথে ছবি আঁকা !!