মনে করো যদি অকাল শ্রাবণ হঠাৎ ই আসে
অথবা অসময়ে শিশির দূর্বা ঘাসে
হাতের ছোঁয়ায় হাত ভিজিয়ে
পায়ে পায়ে পা মিলিয়ে
তুমি ভিজবে কি??
মনে করো কাল বশেখি যদি হঠাৎ ই মাতায়
অথবা প্রানের ছোঁয়া সে পুরনো ছাতায়
ছাতার সাথে তাল মিলিয়ে
আধা আধি গা ভিজিয়ে
তুমি ভাসবে কি??
মনে করো ফন্দি ফিকির সেই দুপুর গুলোয়
পুরনো বই এর ভ্যাপসা ধুলোয় ,
হঠৎ পাওয়া সেই লুকনো চিঠি
আমার নামে, গোলাপি খামে
তুমি খুলবে কি ??
মনে করো যদি অভিমানী কোন রাত্রি বেলায়
চলতে থাকা মায়ার খেলায়, চোখ বেয়ে জল হঠাৎ ই আসে
দূরে থেকেও নিজের হাতে, বহু চেনা সে বিশ্বাসে
কাছে এসে সে জল তুমি মুছবে কি??
মনে করো যদি হঠাৎ ই জাগা ললিত রাগে
আমার সকাল আবার জাগে
সেই রাগেতে তান মিলিয়ে,
কেবল একখানা গান ,শুধু আমার জন্য,
নতুন করে তুমি লিখবে কি??