আমার একটা আকাশ ছিল
যার নীল টা আজ নাহয় মাখলে তুমি...
আমার এক জানালা বাতাস ছিল
যা তোমায় নাহয় আজকে ছুঁল
আমার কয়েক পশলা বৃষ্টি ছিল
তাতে নাহয় কিছুটা ভিজলে তুমি
আমার এক দিঘি কাক চক্ষু জল ছিল
যাতে নাহয় সাগরের ঢেউ গুনলে তুমি...
আমার এক মাত্র সকাল ছিল
যাকে আজ রাতের সাথে জুড়লে তুমি...
১০।০৮।২০১৪