মনে করো তুমি কোথাও ছিলেনা
সুরেতে ছিলেনা
তালেতে ছিলেনা
ছন্দে ছিলেনা
রাগে তে ছিলেনা
ছিলে আমার দিগন্ত জোড়া কল্পনাতে!!
মনে করো তুমি কোথাও ছিলেনা
বাতাসে ছিলেনা
ঘাসে তে ছিলেনা
নীলনবঘন আকাশে ছিলেনা
ছিলে আমার কাজল হয়ে একলা রাতে!
মনে করো তুমি কোথাও ছিলেনা
অক্ষে ছিলেনা
বিষুবে ছিলেনা
নিরক্ষ বা
দ্রাঘিমে ছিলেনা
ছিলে আমার আঁচল জুড়ে সারাদিনের ব্যস্ততা তে!!