মাঝ রাত্তির
মন অস্থির
কেউ জাগছে
কেউ স্বপ্নে
রঙ মাখছে......
আলো আঁধারির
রঙ লাগছে
অবগুণ্ঠন কেউ খুলছে
বিনা আদরে বা আদরে
ভরা যৌবন গায়ে মাখছে
শুধু জাগছে, তবু জাগছে,
তবু জাগছে রাত জাগছে
পেট জাগছে, মরা বিছানায়
কালো চাদরে, কেউ গুমরায়......
কেউ গুমরায়, কেউ খোঁজে পথ
শুধু পালাবার, তাল কষছে!
তুমি জানো কি?
তুমি জানো কি, কার রক্তে
কে যে ভিজছে! কে যে ভিজছে
কার শ্রাবণে, ভরা প্লাবনে
ঢেউ উঠছে, ঢেউ উঠছে
কার চোখে জল।
কার চোখে জল শুধু টলমল
মেকি হাসি সেই জল ঢাকছে!!
তবু জাগছে, আলো জোনাকির
শুধু জাগছে!!
আলো ফুটছে, পাখি ডাকছে,
ভোর জাগছে!!
ভোর জাগছে সারা বিছানায়
রঙ বদলে, ফের দিনটা শুরু হচ্ছে!!
চিনা কাপেতে ধোঁয়া উঠছে
ঘড়-দোরেতে ধোঁয়া উঠছে
কিছু মন জুড়ে ধোঁয়া উঠছে
সম্পর্কের ধোঁয়া উঠছে
তবু ফুটছে, ফুল ফুটছে
ফুটে চলছে
নিয়ম মেনেই তবু ফুটছে!!
তুমি জান কি?
০৭.০৮.২০১৪