জীবন মানে ভালবাসা
কাছের অথবা দূর
জীবন মানে মনের মধ্যে
আকুল সম্মুদুর
কখনো নুড়ি কখনো পাথর
কখনো বালিয়াড়ি
জীবন মানে কখনো বোকা
কখনো সমঝদারি
জীবন মানেই ভাঙাগড়া
ভানুমতীর খেল
ন্যাড়া অথবা বেলতলা...
কখনো আক্কেল!!