শুধু একবার তোমাকে দেখলে
মুছে যাবে দিন ও রাত্রির দৈন্য
শুধু একবার তোমায় শুনলে
বুকেতে নায়েগ্রা জল প্রপাত
শুধু তোমাকে একবার জানলে
জীবনের সব নামতার অদল বদল
শুধু একবার তুমি হাসলে
লজ্জায় পলাশ আরও লাল
শুধু একবার তোমার স্পর্শে
আমি নিজে ইতিহাস !!