চেনা চেনা মুখগুলো নানা রঙে সেজে গুজে
হাতছানি দেয় প্রতি রাতে।
অপেক্ষায় থাকেও যত নারী মাংস লোভী
আগ্রাসী পুরুষ ।
বুকে তাদের লুকানো থাকে প্রতি রাতের
যন্ত্রনার বিষ,
তবু হেসে বলে বাবু যাবেন নাকি আজ আমার সাথে
খুশি করে দেব।
মাছ মাংস সব্জির মতো বিকোয় শরীর তাদের প্রতি রাতে,
হয় একবার নয় একাধিক বার।
তবু মেনে নিতে হয় পরের দিনের সকালের নতুন আলো কে,
সে আলো কি দিশা দেখায় সত্যি কোন নতুন দিনের?
সারাদিনের হাজারো কাজের মধ্যে যেন হারিয়ে যেতে যেতেও
ক্লান্ত মনহীন শরীর টা ঠিক রাত ৮ টা বাজলেই এসে দাঁড়ায়
সেই চৌরাস্তার মোড়ে, একই অভ্যাস বশে,
হেসে বলে বাবু যাবেন নাকি আজ আমার সাথে
খুশি করে দেব।
বুকে বারুদ নিয়ে বাসর শয্যা রচনা প্রতিদিন ,
কে বোঝে তাদের ব্যাথা !