রক্তে তোমার কোন স্বপ্নের নেশা
ডাকলে আমায় কোন সে ইশারায়
হঠাৎ করেই রাত্রি এলো নেমে
আমার চোখের ছোট্ট আঙিনায়
আঙিনা যখন পূর্ণ কানায় কানায়
বাসর যখন সাজানো সবে শুরু
বুকের গভীরে স্পষ্ট তোমার পরশ
সেকি ঘুম ভাঙ্গানোর মিথ্যা অছিলায়?
এখন জানো কেটে গেছে ঘুমঘোর
তবুও দু চোখে স্বপ্ন বিছিয়ে রাখা
দেখা না দেখায় কেটে গেছে দিন-রাত
দু মেরু তে দুজনে দাঁড়িয়ে আছি একা ।
২৯।০৭।২০১৪