কেমন আছিস ভোরের আকাশ
সাঁঝের সন্ধ্যাতারা;
কেমন আছো বৃদ্ধাশ্রমে
সব হারানো মা রা?
কেমন আছো রামধনু রঙ
বৃষ্টি টা শেষ হলে;
কেমন আছিস জারজ বাছা
অভাগী মায়ের কোলে?
কেমন আছো ঝিঁঝিঁ পোকা
একটানা সেই ডাকে;
কেমন আছো বেঁচে থাকা
জীবন ছেড়েছে যাকে।
কেমন আছো দাদাগিরি
আড্ডা কুই্যজ গানে;
কেমন আছো নিউজ চ্যানেল
সেই চর্বিতচর্বণে।
সবই কিন্তু একই আছে
আকাশ সন্ধ্যাতারা
চোখের জলের প্রলেপ লাগান
সব হারানো মা রা।
জারজ বাছা আজও খেলে
অভাগিনীর কোলে;
বাপ যে মাকে মুহূর্তে ভোলে
সাময়িক সুখ পেলে।
রামধনু রঙ সাজায় আজও
আকাশের ক্যানভাস
বদলে গেছি আমরাই শুধু
বদলেছে অভ্যাস।
বিনোদনে আজ আমরাই খুঁজি
টি ভি চ্যানেল ফেসবুক,
অথচ পাশের বাড়ির যে সাধারণ ছেলে
ভুলে যাই তার মুখ!
এখন বন্ধু বন্ধু থাকেনা
নতুন বন্ধু পেলে;
দুদিন মিশেই মনে হয় যেন
আগের বন্ধু টি এলেবেলে।
বাড়ছে গতি দেশের দশের
বাড়ছে সবার স্পীড
পাশের বাড়ির খবর জানতে
ভরসা নিউজ ফীড!!
এমনি করেই আরও আধুনিক
দিনে দিনে সব হচ্ছি;
পকেটে পকেটে নানান মুখোশ
প্রয়োজন মতো রাখছি।।