ন্যাকা বোকা প্রেম
কাঁচা পাকা চুল
মস্ত ভুল ।
ছেঁড়া খোঁড়া শার্ট
পচাগলা লাশ
নাভিশ্বাস ।
এলোমেলো মন
সুখি গৃহকোণ
এই আছি বেশ ।
নাকি সুরে গান
প্রান আনচান
আরে ওয়াহ হিমেশ ।
আছে মিসাইল
বেওয়ারিশ লাশ
লুকিয়ে চালান ।
আছে দারুন খরা
ভীষণ দহন
তবু ঝড়ের গান ।
তবু গোলাপ শিশু
দু চোখ মেলে
সেই মাটির টানে।
ভালবাসা তার
শুধু মাটি আর জল
সেটা শিকড় জানে।
তাই ছন্দ সাজে
ইচ্ছে মতন
ব্যস্ত দিনে ।