রাত গুলো নর্দমা বেয়ে চলছে ভেসে
তুমি সেই আগের মতই কাটছ সাঁতার
গানের ওই সুরটা আমার ভীষণ চেনা
বদলেছে হাতের শুধু পুরনো গীটার
সা রে গা মা পা ধা নি সা
এখনো সকাল তোমার ললিত রাগে
এখনো দুপুর তোমার ব্যস্ত ভীষণ
এখনো রাত বারোটায় ঘুমের আগে
ধুত্তেরি ভালো লাগেনা এ একলা জীবন
সা রে গা মা পা ধা নি সা
একলাই থাকবে তুমি চিরটা কাল
হাতের ওই গীটার খানাও পুরনো হলে
রেওয়াজি আঙ্গুলে তোমার সেই একই সুর
যা সকলের বড় চেনা........................
সে হাতে নতুন বাদ্যযন্ত্র এলে
সা রে গা মা পা ধা নি সা