শব্দ কিছু শব্দের সাথে থাকে
শব্দ কিছু অগাধ নীরবতা
শব্দ কিছু হাওয়ার সাথে ভেসে
বন্ধুর কানে প্রানের কিছু কথা
শব্দ কিছু এলোমেলো অগোছালো
শব্দ কিছু বলার অপেক্ষায়
শব্দ কিছু একলা নিশুত রাতে
চাঁদের হাসি তে সুর মিলিয়ে যায়
শব্দ কখনো কলকল কথকতা
শব্দ কখনো নীরব অভিমানে
আমার শব্দ চিনে নিও শুধু তুমি
শুকনো পাতায় , বা পাতা ঝরানোর গানে