কবিতা তুমি নষ্ট মেয়ের বহু কষ্টের রাত
কবিতা তুমি কিছু না বুঝেই বাড়িয়ে দেওয়া হাত
কবিতা তুমি ফিনিক্স পাখির আগুনে মরণ ঝাঁপ
কবিতা তুমি CCD তে ঝড় কফির গরম কাপ
কবিতা তুমি গরম হাওয়া কখনও নরম ঘুম
কবিতা তুমি সুকুমার রায় শব্দকল্পদ্রুম
কবিতা তুমি মহা মিছিল আর প্রতিবাদ প্রতিরোধ
কবিতা তুমি আমার বাঁচার চরম জীবনবোধ
কবিতা তুমি তবু হও প্রেম কিংশুক রাগে লাল
কবিতা তুমি আজকের হও অথবা আগামীকাল ..