জীবন জীবনে মিলে ওঠে ঝড়
শরীরে শরীর মেখে বৃষ্টি
অচিরেই সূর্য টা হলে খুন
ছেঁড়া মেঘে রামধনু সৃষ্টি !
সৃষ্টির অতলেতে ঘুরপাক
নানা প্যাঁচে অজস্র গুণিতক
দুই এ দুই এ মিলে গেলে চার হয়
না মেলাতে পারলে আহম্মক!
জোড়াতালি স্বপ্নের বিছানায়
মুখোশেরা রঙ মেখে উন্মুখ
শরীর মিলিয়ে চেনা শরীরে
কিছু নিয়ম মাফিক মিলনসুখ!