তুমি মিশেছ আমার
শরীরে রক্তে ঘামে,
তুমি মিশেছ কোন
অচেনা ফুলের নামে।
তোমায় পেয়েছিলাম,
কবে যে কোথায় অজানা,
যেন কোন স্বপ্নের দেশে;
যেখানে শুধু স্বপ্নের পারাবারে
রাত্রি এসে দিনের সঙ্গে মেশে।
তোমার দেখা না দেখায় মেশা
আমি চকিতে বিদ্যুতলতা
তোমায় ছুঁয়ে যেতে চায়
একাকী মনের বিহ্বলতা।
নাম রেখেছিলে সে পাওয়ার
এক চরম বন্ধুতা,
হারিয়েছ তুমি কালের স্রোতে
দিনে দিনে চলেছ খুঁজে
সে সম্পর্ক অন্যথা......