মূল্যবোধের একাল সেকাল
বুঝতে গিয়ে হচ্ছি নাকাল
প্রতিটা দিন , প্রতিটা রাত...
মূল্য টাই আজ নাম ভাঁড়িয়ে
এদিক ওদিক সেদিক দিয়ে
মরছে ঘুরে প্রতি মুহূর্তে
এহাত ওহাত...
খুন হয়েছে মাটির তলা
গাছের শিকড়
খুন হচ্ছে সবুজ শাখাও
ভিতর ভিতর...
গাছের ফলেও বিষ মিশিয়ে
আমরাই দেখো করছি খুন
মার সন্তান...
সমাজ শিকড়ে লাগিয়ে ঘুণ
হাসি মুখে গাই বীরদর্পে
মুখে জয়গান
"মেরা ভারাত মহান"!!
খুন করেছি সুনীল আকাশ
খুন হয়েছে ভোরের পূব
দেখছি যত আনন্দেতে ভরছে বুক
ড্রয়িংরুমেই সূর্য ওঠা সূর্যের ডুব,
ঢের হয়েছে, ঢের হয়েছে আতস বাজি
আসল কথা বলবে কাজী, ধৈর্য ধর।
ঘুরে ফিরে সেই মূল্যবোধের
বুলি কপচাই!
কখন যেন খুন হয়ে গেছে
আমার লালিত সেই আমি টাই
যেদিন প্রথম রাস্তার ধারে আমারি মতন
আরেক মেয়ের শীলতা হানির সাক্ষী হলাম
নিজের সংসার আছে জেনেই, দম বন্ধ করে
গিলে ফেললাম তার আর্তনাদ,
সেদিন ই প্রথম, হ্যাঁ সেদিন ই প্রথম
খুন করলাম আমার আমি!!
আর একদিন ভিড় স্টেশনে অবলীলাতে
পেরিয়ে গেলাম বেওারিশ লাশ
গা বাঁচিয়ে এদিক ওদিক কাটিয়ে পাশ
ঝামেলার ভয়ে, দ্বিতীয় বার!!
কত আর বলি আমি বার বার
কতবার যেন নিজের হাতেই খুন করেছি
আমার লালিত আমার আমি
কারন আমি যে ভীষণ দামি আমার কাছেই,
সংসার আছে আছে সন্তান
মুখে লেগে আছে... হে ভগবান রক্ষা কর।
করজোড়ে প্রণিপাত
মূল্য টা শুধু নাম ভাঁড়িয়ে মরছে ঘুরে
সকাল দুপুর রাত্রি জুড়ে এহাত ও হাত!
খুন হয়ে গেছে চেনা শৈশব
বেঁচে আছে শুধু মেকি বৈভব অবলীলায়
প্রতিটা রাত প্রতিটা দিন কতো যে খুন
কতো যে হাত, হাত বাড়ায়, কিসের দায়
কি এসে যায়??
এমন ভাবেই ভাবতে ভাবতে কাটছে জীবন
সাজিয়ে রেখে সুখি গৃহকোণ!
মনে তবু সেই এক দোটানা
আসলে কি আমি জীবিত না মৃত!
খুন হওয়া সেই কি একলাই আমি
আমার ই মত?
তোমারাও কি কেউ খুন হয়েছ
আমারই মতো ভিতরে বাইরে প্রতিনিয়ত ?
জীবিত বা মৃত নিজের জবাব নিজেই দাও,
কিছু তো বোলো, উত্তর দাও।
অহনা
১১.০৬.২০১৪