তুই ই ঝরনা...তুই ই আগুন
তুই সে মনের লুকনো ফাগুণ
তুই ঝরঝর তবু দাবানল
জ্বালিয়ে রাখ......
তুই ই রঙ্গন...তুই ই ক্যাকটাস
মরু মন জুড়ে শুধু তোর আশ
মরুভূমি জুড়ে মরীচিকা তবু
সাজিয়ে রাখ.........
তুই ই কাঁটাতার... ফুলসেজ তুই
তুই মরা গাঙে জল থই থই
বাঁচার আদিম আর্জি টা তাই
তোর বুকে থাক......