ভালোবাসা প্রেম আকাঙ্খা সব শেষ হয় একদিন
অশ্রুবারি তে সিক্ত হয় গোপন হৃদয়;
জমা বিশ্বাস হয়ে যায় ক্ষীণ
তবু মনে আশা জাগায়;
নতুন আলোর রেশ,
জাগে প্রান
অম্লান।।