চেনা বেলা চেনা দিন চেনা রাত,
চেনা দেয়াল চেনা ছাদ চেনা হাত,
চেনা বোঝাপড়া চেনা শান্তি অবিচল,
কতটা যায় আজকে চেনা মানুষ বল??
চেনা বন্ধু চেনা বিশ্বাস চেনা মুখ,
চেনা বিয়ার চেনা বেয়ারা চেনা স্যুপ;
চেনা বিল চেনা কুর্নিশ চেনা টিপস!
কতটুকু বল মনটাকে চিনেছিস??
চেনা সাদা চেনা কালো চেনা রঙ
চেনা বিশ্বাস চেনা মুখোশের চেনা সঙ;
চেনা অবহেলা চেনা মুল্য ভাবাবেগ
মুহূর্তে সব খান খান ব্যবচ্ছেদ!!