জমা খরচ
............অহনা

জমা খাতার হিসাব নিকাশ
চলো আজ বরাবর;
বাঁচল যেটুকু মনের জমি
স্থাবর অস্থাবর,
কিছুটা তার রইল পতিত,
কিছুটা উর্বর;
আর বাকি টা তো সবাই জানি
Worthless  অনুর্বর।