ভালোবাসা আজ অস্তাচলে.....

ভালোবাসা
আজ অস্তাচলে
যেটুকু যা পেলাম
সবটুকুই দিলে খেলার ছলে
আর ভালোবেসে আজ যাযা হারালাম
সেতো সম্ভব নয় বোঝানো মুখে বলে
তাই শেষ হোক কথা ভালোবাসা যাক অস্তাচলে।।