বাংলা ভাষা
.........অহনা

বাংলার বুকে জন্ম আমার
বাংলায় কাঁদা হাসা;
বাংলায় ভাঙি, বাংলায় গড়ি,
বাংলা আমার ভাষা।

বাংলা আমার শৈশব আর
কৈশোর বাংলায়;
আমার মনের ভালোবাসা তাই
ফুটে ওঠে বাংলায়।

বাংলার সুরে ভাটিয়ালী আর
বাংলায় রাখালিয়া;
বাংলা মায়ের ঘুম পাড়ানিয়া,
বাংলায় জাগানিয়া।

বাংলার বুকে ফসল ফলাতে
বাংলায় গায় চাষা;
সোনালি ফসল তুলতেও ঘরে
সেই বাংলাই ভাষা।

বাংলায় লেখা শেষের কবিতা
বাংলায় ফরিয়াদ;
থাকবেই বেঁচে আমাদের ভাষা,
দুই বাংলার জেহাদ।।