আমিও বুঝি...
তোমাকে পাওয়া একটু অসম্ভব !
তোমাকে পাওয়া দূর্বিষহ_তোমার নেশা দীর্ঘশ্বাস।
তোমার স্পর্শ দর্শনীয়_তুমি ময় আস্তরণ মানসিক শান্তি।
ছাঁইয়ের বেশে মত্ত ভীষণ_তোমার উপস্থিতির নগণ্য আসন।
তুমি সেই বৈঠক স্থান_মুহুর্ত গড়ে স্মৃতি ম্লান।
হারানো পথের দিকনির্দেশনা _ তবুও হারিয়ে বেড়ানো সুধার প্রাণ।
উদাহরণে যেথা নিঠুর নিলাম_ কঠিন ব্যাকরণের গড়ন সেথা।
দূর হতে ক্লান্ত প্রাণে_নিকটতম যন্ত্রণা ভাসা।
গোপনে তো হৃদয় বাঁধা _ বাধ্য স্মৃতির পাতায় আঁকা।
সৃষ্টি জানে করুণা করেও_তোমায় আপন বৃথা সেথা।
ভালোবাসা যেথা স্বার্থ আখ্যা _ মুখ ভরা যেথা হাসি ঠাট্টা,
অনুভূতির যেথা অমূল্যায়ন যথা-তথা _ অশ্রু চাপা চক্ষু সেথা।
নিজ বক্ষ উজার করা_হাসি মুখে সাজ করা,
সুখে রাঙানো তুমি সেথা_অন্য বক্ষ অপেক্ষা যেথা!