কিছু অতীত তিক্ত ভীষন—
ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দুর মতো—
ঝরে পড়া অতীতের সাথে আজও একাকী নিষ্ঠুর কথোপকথন ৷
বৃষ্টির শব্দেও মিশে গেছে এই অতীত-
কখনও ভিজিয়ে দেয় দু’ নয়ন।
অতীত তুমি ভীষণ রকমের তিক্ত—
ছড়িয়ে পরো শরীরের শিরা উপশিরায় শরীরের রন্ধ্রে রন্ধ্রে-
তোমার উপলব্ধি আমার বর্তমান অনুভূতিকে নিয়ে যায় অন্ধকার জগতে ৷
অতীত তুমি ঝাপসা হয়ে যাওয়া ধূসর স্মৃতি—
তুমি জীবন থেকে হারিয়ে যাওয়া এক ব্যর্থ ইতিহাস।
অতীত তুমি ভুলে যেও আমায়—
ভুল করে আবার চলে এসোনা আমার মনের আঙিনায় ৷
প্রিয় অতীত হৃদয়ে আজ ভীষণ খরা—
তোমাকে হৃদয়ে রাখার মতো জায়গা নেই ৷
বিষাদ লাগে তোমায় অতীত তুমি আজ অনুভবহীন—
কোনো এক পড়ন্ত অপরাহ্নে তুমি আর এসোনা—
বিস্মৃতির অতল গহ্বরে তুমি হারিয়ে যেও অতীত।