আজ থেকে ঠিক আট বছর আগে,
ঘড়ির কাঁটা এক জায়গায় ছিল
ক্যালেন্ডারের পাতায় একই তারিখ।
দিন-রাত চলছিল এক ধারায়--
রক্তচাপ ছিল খুব স্বাভাবিক ৷
পৃথিবী আপন কক্ষপথে ঘুরত ধীর-স্থির,
সূর্য তার গ্রহাণুপুঞ্জদের নিয়ে এ ক'দিনে
সম্পূর্ণ করত একটি পূর্ণ প্রদক্ষিণ।
মাঝে মধ্যে দু একটা উল্কাপাত হ'ত
চাঁদের আকর্ষণে সাগর গাইত গান৷
জোয়ার ভাঁটার নিরন্তর খেলা,
সমুদ্রসৈকতে ঝিনুকের বালুকাবেলা।
সূর্য উঠত,অস্ত যেত চিরন্তন সত্যের মত৷
পরমাণুর কক্ষপথে ইলেকট্রন ঘুরে বেড়াত৷
প্রোটন গুলোর আশেপাশে,
নিউক্লিয়াসে শুধু নিউট্রনের দীর্ঘশ্বাসের শব্দ৷
আজ থেকে ঠিক আট বছর আগে,
প্রথম বার আমি তোমাকে বলেছিলাম 'ভালোবাসি',
এরপর শতাব্দী কেটে গেছে আমি আর কাউকে একথা বলিনি
পৃথিবী সূর্যকে ঘিরে পূর্ণ করেছে আরও একটি প্রদক্ষিণ
সবকিছুই আগের মতই আছে এবং বদলাইনি আমিও,
আমি এখনও চিৎকার করে বলি
"আমি ভালোবাসি" এবং "শুধু তোমাকেই ভালোবাসি"
আজ,ঠিক আট বছর পরেও...।