ওহে,সমাজের মুষ্টিমেয় স্বার্থবাদী প্রতারকেরা,
তোদের স্বার্থবাদী অভিনয় আমার মনে ধরে না।
তোদের ছলনার জাদু আমায় দেখাস না,
লাভ নেই, আমি তো নই তোদের চামচা!
আমি কারো দাস নই, আমি মুক্ত-স্বাধীন,
এতো সহজ না আমার অস্তিত্বে হাত দেওয়া, আমি গহীণ!
আমি আগুন, পুড়িয়ে দিব তোদের পাষাণ হাসি –
কারণ, আমি আমার আমিকে ভালোবাসি।
কত কিছু না হলো, ছোট ঝড়, বড় ঝড়…!
কিন্তু আমার হৃদয় ভাঙ্গেনি, শক্ত হয়েছে বারেবার।
যতই কেউ করুক না কেন প্রহার
একটুও বিচলিত হয়নি, এ যে জীবন সংসার!
আমি আজ হেরেছি, কাল হেরেছি, পরশু হারতে রাজি,
তবুও আমি থামতে রাজি নই, চলছি।