আমি হেরেছি,আমি জিতেছি,আমি কেঁদেছি,
আমি হেসেছি,আমি ভালোবেসেছি,আমি ঠকেছি।
তবু এ হৃদয় শক্ত হয়ে বলে,আমি ব্যর্থ হইনি –
আমি অস্তিত্বহীন হইনি,আমি রয়েছি।
দুঃখ-কষ্ট,ছলনা-প্রতারণা সবই আমি সয়েছি,
ব্যস্তময় নগরীতে আমি মুখ লুকিয়ে কেঁদেছি।
কিন্তু আমি চলেছি অবিরাম,আমি থামিনি
কারণ,আমি আমার আমিকে ভালোবাসি।
আমি জয়ী,আমি সুখী,আমি খুশি
আমি হাসি,আমি হাসাই,আমি হাসিয়েছি।
দুঃখ-কষ্ট সবই চায় যে আমার পদধূলি,
অতীত যেন আমায় দেয় একঝাঁক স্মৃতি!
লোকে আমায় সুধায়,কী আমার রহস্য?
রহস্য? সে আবার কি! আমি অতি সাধারণ,
আমি চলি আমার পথেই,মানি না কোনো বারণ –
কারণ,আমি আমার আমিকে ভালোবাসি।