আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর ৷
বৃত্তের বাইরে একটি শিশির বিন্দুর মত ৷
মস্তিষ্কের ডান পাশ বরাবর তীব্র এক ষড়ভুজাকৃতির মেঘ-
ত্রিভুজ হাতে পৃথিবী বেয়ে উঠতে গিয়ে—
বর্গের বাইরে আমি সামান্তরিক হয়ে যায় ৷
ইচ্ছের সাথে সমান্তরালে চলি,অনীহা আমার কর্ণ—
বিপ্রতীপ কোণের ভেতরের এক দুর্বোধ্য মান হয়ে যাচ্ছি
পাই এর মত অনিশ্চিত,নির্মোহ যাত্রা ৷
অমূলকতার পুনঃপৌনিক চাপে—
বিন্দুগুলো ক্রমশ বর্ধিঞ্চু রেখায় মিশে যাচ্ছে ৷
আধুনিক ভাষায় লেখা কোন—
হায়ারোগ্লিফিক্সে মিশে গেছে আমার বৃত্ত—
আমার বিন্দু,আমি আর আমার বিশেষ নির্বচন ৷