তোকে পাবো  বলে,
এক বৈশাখ থেকে আরেক বৈশাখ -
নিরন্তর অপেক্ষা আমার!
কাল-বৈশাখী ঝড় -
পেরিয়ে এলাম কতো,
শিলে ঝরা আম -
কুড়াইনি কখনো !
বর্ষার প্রথম বৃষ্টি এলো-গেলো,
ভিজলো কত কেউ!
জানালার গ্রীল ধরে একাকী দাঁড়িয়ে -
তোর অপেক্ষায়!
বৃষ্টি শেষের রঙধনু ,
অবাক বিস্ময়ে দেখল কত শিশু,
আমি তখন ভেজা দুর্বায় -
খুঁজি তোর পায়ের ছাপ!
শরতের সাদা কাশবন -
ঘাড় দুলিয়ে ডেকেছে বারবার,
আয়-আয়।
আমি শুধু তোর প্রতীক্ষায়!
হিম হিম হেমন্তে,
আকাশের নক্ষত্রেরা জ্বলজ্বল করে-
ঠিক তোর টিপেরই মতোন,
অরুন্ধতী-স্বাতী করে আহবান -
আমি অপেক্ষায়,
তোর আহবানের!
কনকনে শীতে, উত্তুরে হাওয়া -
চাদর ধরে করে টানাটানি,
নিরাবেগ-নিস্পৃহ  আমি -
তোর প্রতীক্ষায়!
সূর্যের সবটুকু উত্তাপ নিয়ে তুই এলে -
নিশ্চিন্তে- নির্দ্বিধায়,
সাপের মতো খোলস ছাড়বো আমিও!
বসন্তের কোকিল ডাকে,
মাতাল করবে বলে -
রমনার একাকী কৃষ্ণচূড়া,
দেয় নিমন্ত্রন।
অবারিত অপেক্ষায় আছি,
তুই এলে -
আমিও একদিন...
প্রত্যাশা রেখা মিলবে প্রাপ্তিতে,
আমি ও পূর্ণ  হবো,
তোরই ছোঁয়ায়!