জাগো মানব, ভেদ ভুলো, গাও সাম্যের গান,
একই মাটি, একই রক্ত, সবার সম অধিকার।
সূর্য ওঠে সবার তরে, বাতাস বয় সমান,
কেন তবে বিভেদের দেয়াল, কেন এই অপমান?

যে হাতে গড়ায় ঘাম, সে হাতে ফোটে ফুল,
কৃষকের মাটি শোধে বীজে, শ্রমিকে ভরে কূল।
ধনী-গরিব নামে কেন বাঁধন সৃষ্টি হয়?
মানুষেরই বড় পরিচয়, সেখানে কি ভ্রান্তি রয়?

চলো সবাই একত্র হয়ে তৈরি করি পথ,
যেখানে নেই অভিজাত নামে হৃদয় বিভক্ত।
ভালোবাসায় বাঁধি জীবন, শ্রদ্ধায় দেই স্থান,
সবার মাঝে জ্বালাই আলো, মুছি বিষাদের গান।

আকাশ যেমন উন্মুক্ত, নদী বয় সমান,
তেমনি হোক মানুষের প্রাণ—সারল্যে ভরা মহান।
সাম্যের জয়গান গেয়ে পৃথিবী করো শুদ্ধ,
এই তো মানবতার মূল, এ-ই চিরায়ত সত্য।