আমরা সবাই মানুষ, নেই বড়ো-ছোটো ভেদ,
একই রক্তের ধারা, একেই তো জীবনের চেত।
নাই রাজা নাই প্রজা, নেই গরিব, নেই ধনী,
মানুষের মাঝে মানুষ—এটাই হবে বাণী।

শ্রমিকের ঘামে ভেজা, কৃষকের মাটির গান,
এসো সবাই হাতে হাত ধরি, গড়ি সাম্যের জয়গান।
সাম্যবাদে গড়বো জীবন, ভাঙবো বৈষম্যের দেয়াল,
সবাই পাবে সমান সুযোগ, হবে না কেউ অবহেলিত আর আজন্মকাল ।

এই পৃথিবী আমাদের সবার, কোনো একার নয়,
স্বপ্নগুলো একসাথে বুনে, গড়ে তুলি নতুন সময়।
দুঃখ ভুলে, কষ্ট ঠেলে, হাত ধরে সাম্যের পথে,
আসুন মানুষ মানুষকে ভালোবাসে—এই হোক মর্মার্থে।