তোমাকে পেলে জীবন যেমন হত,
সে জীবন আজ অন্য কারো ঘরে।
যে স্বপ্নের চাঁদে তোমায় মুড়িয়ে রাখতাম,
আজ সে আলোয় বিভোর কেউ আরেকজন রবে।
তুমি বুঝতে পারলে না,
আমার হৃদয়ে কত শীতল বসন্ত জমা,
তোমার জন্য ছিল যত আবেগ,
আজ তা পরবাসী একাকী খেলা।
তুমি চলে গেলে নতুন ঠিকানায়,
আমি রয়ে গেলাম শূন্য ঘরে,
তোমার ছোঁয়ার অপেক্ষায় আজও
রাত জাগে ব্যথার অশ্রু ঝরে।
তুমি অপরাধী নও,
অপরাধী আমার ভাগ্য শুধু,
চাঁদটা আজও আকাশে আছে,
শুধু আলো দেয় অন্য রূপে, অন্য রঙে!