জাগো, দেশবাসী, জাগো আজ,
অবহেলা আর অন্ধকারে হারিয়ে যেও না।
স্বাধীনতার ডাক শুনে, প্রাণে সঞ্চারিত আগুন,
এবার সময় এসেছে, মুক্তির উল্লাসে গাও।
আমাদের প্রজন্মের রক্তে ভেসে এসেছে এক ইতিহাস,
গনতন্ত্রের তাগিদে জীবন দেয়া শক্তি সঙ্গী।
তবে আজও কিছু অশুভ চোখ আমাদের মাঝে,
নেমে এসেছে নিরবে, আবারও করল নজরকূট।
জাগো, তোমরা, যারা ঘুমিয়ে আছো,
তোমাদের রক্তের প্রতি ছলনায় ভর্ৎসনা।
কখনো তো ভেঙে দাও সেই শৃঙ্খল,
আর কখনো ভুলে না যাও, এই দেশের পবিত্র নাম!
ধরা পড়ে না এখন আর ভয়,
যতদূর আছো যত-দূর বাঁচো!
তোমরা জাগো, শত্রুর ঘৃণায় ঝলসে উঠে আসো,
স্বাধীনতার শপথে দেশপ্রেমের আলো শিখাও।
এখন আর চুপ থাকতে হবে না,
আমরা সবাই এক, একটাই শক্তি!
নতুন দিন আসছে, নতুন সূর্য উঠবে,
জাগো, দেশবাসী, চল এবার সবাই!