আমি সেই ঝড়ের পাখি,
ভাঙা ডানায় উড়ার ব্যথা,
অঙ্কুরেই মরা স্বপ্নগুলো,
নিভে যাওয়া জীবনের কথা।
ক্লান্ত আমি, সর্বহারা,
ভেঙে যাওয়া নদীর ধারা।
হে জীবন, শোনো প্রার্থনা,
একটুখানি দাও করুণা।
তোমার বুকেই শ্বাস নিতে চাই,
তোমার স্রোতে ভাসতে চাই।
অপচয়ের এই খেলাঘরে,
আরো কিছু দিন বাঁচতে দাও।
এত নির্দয় কেন তুমি?
কোথায় যাবো, কার কাছে?
মা-ও তো আমায় নেবে না আর,
গর্ভে তার দেবে না জায়গা।
তাহলে এই পথের প্রান্তে,
পাই কোথায় একটু ভরসা?
হে জীবন, একটু দাঁড়াও,
মরণ নয়, বাঁচার দাওয়াত দাও।
তোমার আলো, তোমার শ্বাসে,
মিশে যেতে চাই বারবার।
করো দয়া, একটু সময় দাও,
শেষবারের মতো আমায় জড়িয়ে নাও।