তুমি আমার মায়ের মাটি,
তোমার চেয়ে কিছু নেই খাঁটি।
শত্রুর পায়ে মাথা না নোয়াই,
তুমি যে প্রাণ, তুমি যে ঠাঁই।
তোমার কোলে জন্মেছি আমি,
তোমার প্রেমে জুড়াই সব ক্ষতি।
তোমার দোলায় শান্তি পাই,
তুমি যে আশ্রয়, তুমি যে ছায়।
তোমার তরে মরতেও পারি,
রক্তে লেখা ইতিহাস ভারী।
তোমার শোভায় ধরা সেজে রয়,
তুমি যে আলো, তুমি আশার সঞ্চয়।
আমরা বীর, আমরা আলো,
তোমার জন্য প্রাণ ঝরাই।
তোমার মাটি মুছে দিতে,
সকাল-সন্ধ্যা গান গাই।
প্রাণ পুড়লে যদি দিতে হয়,
তবু রাখব মাথা উঁচু।
বাংলার বুকে জ্বালাব আলো,
তোমার পতাকা হবে উঁচু।