অপেক্ষার ধূসর সন্ধ্যায় দাঁড়িয়ে যদি আবার তোমায় পাই,
তবে গোধূলির সোনালী আলোয় ভরিয়ে দিবো চোখের কোণ।
তোমার চাহনিতে হারিয়ে যাব সেই প্রথম দিনের মতো,
কত না বলা কথা যেন ভেসে আসে হৃদয়ের গভীর প্রান্তর থেকে।
আলতো করে হাত ধরবো, হয়তোবা কেঁপে উঠবে হৃদয়,
তোমার অনন্ত নীরবতায় খুঁজে ফিরবো নিজের ছায়া।
অনুভূতির প্রাচীন সব কথামালা মিলিয়ে ফেলতে চাই,
যেন স্মৃতির পাতায় আঁকা হয়ে থাকে আমাদের গল্প।
আবার যদি তোমার দেখা পাই,
তবে কল্পনার আকাশে ভাসিয়ে দেব ভালোবাসার নীড়।
একটি নতুন কবিতায় তোমাকে বেঁধে রাখবো চিরকাল,
যেখানে প্রতিটি শব্দই তোমার নামের মতো প্রিয়।
দুঃখ আর বিষণ্ণতায় ভরা এ অন্তর নিয়ে দাঁড়াব না,
তবে প্রেমের সূক্ষ্মতা বোঝানোর চেষ্টা করব—
ভালোবাসা যে শুধু পাওয়া নয়, ত্যাগেরও এক আশ্চর্য গল্প।
তোমায় প্রশ্ন করবো শেষবারের মতো—
আমার স্মৃতি কি আজো ভাসে তোমার চোখের পাতায়?