তুমি সেই ছন্দ, যা হৃদয়ে বাজে,
কখনোই তা কাগজে আসে না।
তুমি সেই রং, যা মনে রঙিন,
তুলিতে তা আঁকা হয়ে ওঠে না।

তুমি সেই আশা, যা প্রতিক্ষণে জাগে,
মেলানো তার কিছুতেই হয় না।
তুমি সেই স্বপ্ন, যা মনে আকাশে ভাসে,
ঘুম ভাঙলে আর দেখা পাই না।

যখন আসবে নিস্তব্ধ রাত,
হয়ে থাকবো তোমার চাঁদের সাথ।
মন খারাপ হলে তুমি,
আমার স্বপ্নে হবে দেখা আবার।

আকাশে জ্বলবো নীরব তারা হয়ে,
কাছে থাকবো কষ্টে তোমার ছায়া হয়ে।

ভালবাসি ফুলের সুভাসে,
সূর্যের আলোয় ভালবাসি তোমাকে।
কিন্তু আমার শেষ নিশ্বাস পর্যন্ত,
ভালবেসে যাবো আমি তোমাকে।